শিলিগুড়ি, ৫ জুলাইঃ শিলিগুড়িতে বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি।বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যুবককে মারধর করে ফেলে দেওয়া হল রাস্তায়। শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জননগরের ঘটনা।
অভিযোগ, শনিবার লিটন সিং নামে এক ব্যক্তির বাড়িতে কয়েকজন দুষ্কৃতী ঢুকে হামলা চালায়।এরপর লিটন সিং এর ভাই ছোটন সিং কে বাড়ি থেকে নিয়ে যায় দুষ্কৃতীরা।ফুলবাড়িতে নিয়ে গিয়ে মারধর করে রাস্তায় ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।তার সোনার চেন ও আংটি ছিনতাই করে নেয়।পরে পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে।
লিটন সিংয়ের অভিযোগ, এলাকার এক ব্যক্তি সঞ্জীব সরকারের সাথে ব্যবসা শুরু করেছিলেন তিনি।কিছুদিন পর সেই ব্যবসা থেকে সরে আসেন তিনি।তারপর থেকেই সঞ্জীব সরকার নানাভাবে হেনস্থা করে আসছিল।এই ঘটনাতেও তারই যোগ রয়েছে বলে দাবি লিটন বাবুর। ইতিমধ্যেই আশিঘর ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন তিনি।এদিকে ঘটনার পর থেকেই সঞ্জীব সরকার পলাতক।