জলপাইগুড়িতে মিষ্টি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন

জলপাইগুড়ি, ২৭ জুলাইঃ মিষ্টি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি জেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার।


জানা গিয়েছে, মঙ্গলবার জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার মিষ্টি ব্যবসায়ীদের নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়।শিবিরে করোনাকালে কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে মিষ্টি বিক্রি করা হবে সেইসমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।পাশাপাশি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মিষ্টি বিক্রি করার কথা বলা হয়েছে ব্যবসায়ীদের।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্রনাথ প্রামানিক, ডেপুটি CMOH 2 ডঃ মৃদুল ঘোষ সহ শহরের ছোটো বড়ো মিষ্টি ব্যবসায়ীরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jojobetCasibom GirişJojobet GirişcasibomMeritking Girişholiganbet girişbaywincasibom girişcasibom girişdeneme bonusuCASİBOM GÜNCELgrandpashabet giriş