জলপাইগুড়ি, ২৮ নভেম্বরঃ নাবালিকাকে মিষ্টি খাওয়ার প্রলোভন দিয়ে ধর্ষনের ঘটনায় অভিযুক্তকে কুড়ি বছর সশ্রম কারাদন্ডের নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত।পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং নাবালিকার পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ঘটনা। জানা গিয়েছে, ঠাকুমার কাছেই থাকত নাবালিকা। সপ্তম শ্রেনীতে পড়াশোনা করতো।ঘটনার দিন বাড়ির সামনে দাড়িয়েছিল।এলাকারই এক প্রৌঢ় মিষ্টি খাওয়ানোর নাম করে পরিত্যক্ত ঘরে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষন করে। বিষয়টি এলাকাবাসীদের নজরে পড়ে যায়।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ পৌঁছে প্রৌঢ়কে গ্রেফতার করে।
ঘটনার পর নাবালিকার পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়।পরে মামলা যায় আদালতে।
অবশেষে আট জনের সাক্ষ্য ও প্রমানের ভিত্তিতে অভিযুক্ত বিদুর প্রধানকে কুড়ি বছর সশ্রম কারাদন্ডের নির্দেশে দিলেন বিচারক।সেই সঙ্গে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে।
