শিলিগুড়ি, ৭ সেপ্টেম্বরঃ শহরে পানীয় জলের সমস্যা নিত্যদিনের।এবারে সেই সমস্যা সমাধান হতে চলেছে শীঘ্রই।ফুলবাড়িতে শুরু হচ্ছে নতুন ইনটেক ওয়েলের কাজ।বৃহস্পতিবার বৈঠক করে জানালেন মেয়র।
শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মেটাতে বিগত বোর্ড বা বর্তমান বোর্ড আগ্রহী হলেও সেই সমস্যার সমাধান এখনও হয়নি।নানান সমস্যার কারণে মাঝে মধ্যই বিঘ্নিত হচ্ছে জল সরবরাহ।
সেই কারণে রাজ্যের সবুজ সংকেত পাওয়ার পর ৬.৯ কোটি ব্যায়ে নতুন ইনটেক ওয়েল তৈরির ভাবনা নেয় শিলিগুড়ি পুরনিগম।তবে সেই প্রকল্পের কাজ আটকে যায় জমি জটের কারণে।তবে আলোচনার মধ্য দিয়ে মিটেছে সেই সমস্যা।আগামী ৯ তারিখ সেচ দপ্তরকে সঙ্গে নিয়ে জমি পরিদর্শনে যাবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।সবকিছু ঠিক থাকলে ইনটেক ওয়েলের কাজের শিলান্যাসও করতে পারেন তিনি।
বৃহস্পতিবার সেচ দপ্তর, মহানন্দা ব্যারেজ,তিস্তা ব্যারেজ,পিএইচই ও পুরনিগমের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক সারেন মেয়র গৌতম দেব।