নকশালবাড়ি,৭ মার্চ: অবশেষে মিটল জলকষ্টের সমস্যা।নকশালবাড়ির মানঝা চা বাগানকে সজল গ্ৰাম ঘোষণা করলো মনিরাম গ্রাম পঞ্চায়েত।
মনিরাম গ্রাম পঞ্চায়েতের আধিকারিক ও জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিক সহ গ্ৰামবাসীদের নিয়ে সজল গ্রাম ঘোষণা করা হয়। মনিরাম গ্ৰাম পঞ্চায়েত এবং জিটিএ সীমান্ত গ্ৰাম এই মানঝা চা বাগানে ৩০০ পরিবারের বসবাস। দীর্ঘ ৪০ বছর ধরে জলকষ্টে ভুগছিল এখানকার বাসিন্দারা। অবশেষে এই গ্ৰামকে সজল ঘোষণা করা হলো।
দ্রুত মনিরাম গ্ৰাম পঞ্চায়েত সজল গ্ৰাম পঞ্চায়েত হবে বলে জানান প্রধান গৌতম ঘোষ। পরে বাড়ি বাড়ি ঘুরে বিশুদ্ধ পানীয় জল নিয়ে সচেতন করেন প্রধান। অন্যদিকে জল পেয়ে খুশি গ্রামবাসীরা।