রাজগঞ্জ, ৫ অক্টোবরঃ সিকিমে বিপর্যয়।তিস্তায় জলস্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতি সমতলেও।বুধবার জলের চাপে গজলডোবায় তিস্তার স্পারের বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে।বৃহস্পতিবার সেই স্পার সংস্কারের কাজ চলছে। নৌকায় করে সামগ্রী নিয়ে গিয়ে চলছে বাঁধ মেরামতের কাজ।
স্পার সংস্কারে আসা এক কর্মী জানান, সিকিমের মেঘ ভাঙ্গা বৃষ্টির ফলেই গজলডোবায় তিস্তার জল বেড়েছে। তিস্তার স্পারের প্রায় ৩০০ মিটারের মতো বাঁধ ভেঙে গিয়েছে।সেই বাঁধ মেরামতের কাজ চলছে। নৌকায় করে বালি-পাথর, বাঁশ সহ অন্যান্য জিনিস নিয়ে গিয়ে তা মেরামত করা হচ্ছে।