রাজগঞ্জ, ১০ আগষ্টঃ রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন সম্পন্ন হল।বৃহস্পতিবার লটারির মাধ্যমে বোর্ড গঠন হয়।প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেপির গোপাল পোদ্দার ও উপপ্রধান হন তৃণমূলের হেরম্ব রায়।
রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতে ২১ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপি ৯টি করে আসনে জয়ী হয়েছে।বাকি ৩ টি আসন পেয়েছে সিপিএম।ত্রিশঙ্কু ফলাফলের কারণে কোন দল গ্রাম পঞ্চায়েত দখল করবে তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল ছিল।
তৃণমূল ও বিজেপি এই দুই রাজনৈতিক দলই বোর্ড গঠন করতে চেষ্টার কোনো ত্রুটি রাখেনি।তৃণমূল আশা করেছিল যেহেতু ‘INDIA’ জোটে সিপিএম ও তৃণমূল কংগ্রেস রয়েছে, তাই কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করতে তৃণমূলের পক্ষ নেবে সিপিএম।যদিও সিপিএম নেতৃত্ব আগেই জানিয়েছিলেন, ইন্ডিয়া জোট হলেও কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনে তারা অংশগ্রহণ করবে না।আজ সেটাই করে সিপিএম।
সংশ্লিষ্ট আধিকারিকরা দীর্ঘক্ষন অপেক্ষার পর ভোট প্রক্রিয়া শুরু করেন। তাতে তৃণমূল ও বিজেপির ভোটাভুটিতে ড্র হয়।পরে লটারি করা হলে বিজেপির প্রধান নির্বাচিত হয় এবং উপপ্রধান পায় তৃণমূল।প্রধান হন বিজেপির গোপাল পোদ্দার ও উপপ্রধান হন তৃণমূলের হেরম্ব রায়।
বিজেপির রাজগঞ্জ ব্লকের সভাপতি নিতাই মন্ডল বলেন, লটারির মাধ্যমে বিজেপির প্রধান এবং তৃণমূলের উপপ্রধান নির্বাচিত হল।
অন্যদিকে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জি ফোনে জানান,আজ লটারির মাধ্যেম বোর্ড গঠন হল।যেখানে বিজেপির প্রধান ও আমাদের দলের উপপ্রধান হয়েছে।জনপ্রতিনিধি হিসেবে চাইব মা মাটি সরকারের উন্নয়নকে দেখে প্রধান উপপ্রধানের সঙ্গে মিলে এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন।