শিলিগুড়ি,২৮ সেপ্টেম্বরঃ শিলিগুড়িতে বহু মূল্যের কাঠ সহ আটক সেনাবাহিনীর ট্রাক।ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়।এদের মধ্যে দুজন সেনায় কর্মরত।যদিও পরবর্তীতে ধৃত চারজনকেই শর্ত সাপেক্ষে জামিনে ছেড়ে দেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় শিলিগুড়ির বৈকুন্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা গোপনসুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সেনার ট্রাক আটক করে।ট্রাকটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমান কাঠ।
বনদপ্তর সূত্রে খবর , শিলিগুড়ি সংলগ্ন শালুগাড়া সেনা ক্যাম্প থেকে কাঠগুলি এনজেপি সংলগ্ন এলাকায় কাঠ মিলে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাবগ্রাম রেঞ্জের বন কর্মীরা কাঠ সমেত গাড়িটিকে আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। খবর দেওয়া হয় সেনা আধিকারিকদের।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সেনা জওয়ান সহ আধিকারিকেরা।
তবে এই কাঠ কোথা থেকে এল? সেনাবাহিনীর গাড়িতে করে এই কাঠ কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তারও কোনও সঠিক উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে রেঞ্জের বন আধিকারিকেরাও এই বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ। উদ্ধার হওয়া কাঠের মধ্যে রয়েছে শাল, শিশু ও চাপ কাঠ। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।

