শিলিগুড়ি,১৬ ডিসেম্বর: শিলিগুড়ির উত্তর একটিয়াশাল শান্তি কলোনী এলাকায় গৌরীয় সেবাশ্রম গোশালায় ফের শুরু হল বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা শিবির। এই শিবিরে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন‘গরীবের ডাক্তার’হিসেবে পরিচিত স্বপন রায়।
জানা গিয়েছে, প্রায় ২৪ বছর আগে আশ্রমের তৎকালীন মহারাজের সময় নিয়মিত বিনামূল্যে শিবির চলত।পরবর্তীতে সেই শিবির বন্ধ হয়ে যায়। বর্তমানে নতুন মহারাজ আসায় ফের এই সেবামূলক কার্যক্রম শুরু হল।
আশ্রম সূত্রে খবর, প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার সারা দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষেরা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন।
এছাড়াও গৌরীয় সেবাশ্রমে গত ১৩ ডিসেম্বর থেকে ১০ দিনব্যাপী ভাগবত পাঠ শুরু হয়েছে।প্রতিদিন ভাগবত পাঠের পাশাপাশি ভক্তদের প্রসাদ বিতরণও হচ্ছে।সেবাশ্রমের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।
