রাজগঞ্জ,২০ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে গেল দুটি হাতি। সোমবার রাতে হাতি দুটি বিশাল জনপদ পেরিয়ে ওপারে চলে যায়। বর্তমানে বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় একটি ভূট্টা ক্ষেতে অবস্থান নিয়েছে হাতি দুটি। হাতি দেখতে উৎসাহী মানুষ ভিড় জমিয়েছে ওপারে। এদিকে হাতি দুটিকে দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে বনদপ্তর।
প্রসঙ্গত, রবিবার রাতে দুটি বুনো হাতি বৈকন্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে বেশ কয়েকটি গ্রাম পেরিয়ে মগরাডাঙ্গি এলাকায় পৌঁছায়। সোমবার সারাদিন সেখানে একটি তুত বাগানে থাকে। রাতে সেখান থেকে ফের রওনা দেয়। পথ ভুলে চলে যায় ভারত বাংলাদেশ সীমান্তের হুদুগছ এলাকায়। মঙ্গলবার ভোরের দিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে। তবে রাজগঞ্জ ব্লকে এই দুইদিন হাতি দুটি কারো প্রাণহানি না করলেও কিছু জমির ফসল ও বাড়ির ক্ষতি করেছে। আজ সকালে খবর পেয়ে সীমান্ত এলাকায় পৌঁছান বনদপ্তরের পদস্থ আধিকারিকেরা। তবে হাতি দুটি ওপারে চলে যাওয়ায় ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক স্তরে আলোচনা চালাচ্ছেন।
অন্যদিকে, দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় হাতি দুটি একটি ভুট্টা খেতে আশ্রয় নেওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সেদেশের বনবিভাগ,পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। হাতিকে কেউ যাতে কোনও বিরক্ত না করে সেব্যাপারে তারা সতর্ক করে চলেছেন।