শিলিগুড়ি, ২১ নভেম্বরঃ পুরনিগমের পাশের গলিতে রুটি, তরকার দোকানে লোকজনের ভিড়। সেই ভিড়ের জেরে রাস্তা দিয়ে চলাচল করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পার্কিংয়ের জেরে অবরুদ্ধ হয়ে পড়ছে রাস্তা। সামনেই শিলিগুড়ি গার্লস হাইস্কুল ও শিলিগুড়ি কলেজ রয়েছে। এতে যানজটে সমস্যায় পড়ছেন পড়ুয়ারা। সেই রাস্তা দখলমুক্ত করার নির্দেশ দিলেন মেয়র গৌতম দেব।
বৃহস্পতিবার পুরনিগমে আসার পথে রাস্তা দখল দেখতে পান মেয়র। এরপরই পুরনিগমের আধিকারিকদের নিয়ে সেখানে যান। রাস্তা দখল নিয়ে এদিন মেয়র জানান, গুরত্বপূর্ণ রাস্তাটি দখল হয়ে গিয়েছে। দোকানে যারা আসছে তারা রাস্তার উপর বাইক-স্কুটার রেখে যাচ্ছে। ব্যবসায়ীকে আমরা নোটিশ দেবো।