শিলিগুড়ি,৮ ডিসেম্বরঃ পথ দুর্ঘটনা রুখতে ও নিরাপত্তা বাড়াতে শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শহরজুড়ে চলছে লাগাতার অভিযান।সোমবার আশিঘর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে ইস্টার্ন বাইপাস সংলগ্ন লোকনাথ বাজার এলাকায় চালানো হল বিশেষ অভিযান।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন হেলমেটবিহীনদের প্রত্যেককেই আটক করে আইন অনুযায়ী জরিমানা করা হয়।বর্তমান সময়ে হেলমেট না থাকার কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে, তাই সচেতনতা বাড়াতে বারবার প্রচার করা হলেও অনেক চালকই নিয়ম মানছেন না।এই অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে।
ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন,আমরা দীর্ঘদিন ধরে সচেতনামূলক প্রচার চালাচ্ছি। কিন্তু তাতেও অনেকেই নিয়ম মানছেন না। তাই এবারে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি।
