শিলিগুড়ি, ২৯ জানুয়ারিঃ মোবাইল চুরির অভিযোগে ১ জনকে গ্রেফতার করল এনজেপি থানার পুলিশ।
জানা গিয়েছে, গত ২৭ ডিসেম্বর এনজেপি থানার অন্তর্গত আরপিএফ ব্যারাক কলোনি থেকে একটি মোবাইল চুরি হয়।এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরই তদন্ত নামে এনজেপি থানার পুলিশ।শুক্রবার রাতে মাদানী বাজার এলাকা থেকে রবীন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া মোবাইল।
পুলিশ সূত্রে খবর, ধৃত দীর্ঘদিন ধরেই অসামাজিক কাজের সঙ্গে জড়িত।শনিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়।