শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউন এলাকায় একটি মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে দোকানের মালিক দোকান খুলতে এসে দেখেন দোকানের শাটার ভাঙা এবং দোকানের ভেতরে জিনিসপত্র ছড়িয়ে রয়েছে।এরপরই চুরির ঘটনা সামনে আসে।খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।দোকানে লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দোকানের মালিক জানান, ভোরে এক দুষ্কৃতী দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দোকানে রাখা প্রায় ৪০টি মোবাইল ফোন এবং নগদ কিছু টাকা নিয়ে চম্পট দেয়।
