শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন সহ ধরা পড়লো এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।শুক্রবার মার্গারেট স্কুলের পরীক্ষাকেন্দ্রে ওই পরীক্ষার্থী ধরা পড়ে।ওই পরীক্ষার্থী শ্রী গুরু বিদ্যামন্দির হাইস্কুলের ছাত্রী বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার উচ্চ মাধ্যমিকের দর্শন বিভাগের পরীক্ষা ছিল।এদিন এক পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করে।প্রশ্নপত্র দেওয়ার সময়ই ওই ছাত্রীর ওপর সন্দেহ হয় শিক্ষকের।এরপরই সেই শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক ও বোর্ডের আধিকারিককে বিষয়টি জানান।এরপরই নিয়ম অমান্য করার অভিযোগে ওই ছাত্রীকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।
এই বিষয়ে মার্গারেট স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ কুমার দাস ফোনে জানান, প্রশ্নপত্র দেওয়ার সময় এক পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে।শ্রী গুরু বিদ্যামন্দির হাইস্কুলের ছাত্রী সে।বোর্ডের কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হয়েছে।গোটা বিষয়টি কেন্দ্রীয় কমিটি দেখছে।