শিলিগুড়ি, ৩ আগস্টঃ শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ড সংলগ্ন শিশুডাঙ্গী এলাকায় একটি বাড়ির ছাদে মোবাইল টাওয়ার বসানো নিয়ে উত্তেজনা।
জানা গিয়েছে, কয়েকমাস আগে ওই বাড়িতে টাওয়ার বসানোর বিরোধিতা করেন স্থানীয় বাসিন্দারা।সেইসময় ঘটনা আদালত অবধি গড়ায়।এরপর ১৪৪ ধারা জারি করা হয়।মামলার শুনানি না আসা পর্যন্ত টাওয়ারের কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় আদালত।
অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে ফের টাওয়ারের কাজ করা হচ্ছিল।এই কারণে এদিন বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।বন্ধ করে দেওয়া হয় টাওয়ার এর কাজ।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অনেক বয়স্ক মানুষ রয়েছেন।টাওয়ারের রেডিয়েশনের জন্য বয়স্কদের সমস্যা হতে পারে।
অন্যদিকে বাড়ির মালিক পিন্টু কুমার মিশ্রা বলেন, স্থানীয় বাসিন্দারা টাওয়ার লাগানোর বদলে টাকা চেয়েছিল।টাকা না দেওয়ায় বিক্ষোভ দেখাচ্ছে।