শিলিগুড়ি,২৫ এপ্রিলঃ মোবাইল নিয়ে বচসার জের।স্ত্রীর ওপরে ধারালো অস্ত্র নিয়ে চরাও হল স্বামী।শিলিগুড়ির শান্তিনগর বৌ বাজার এলাকার ঘটনা।ঘটনার পর থেকেই পলাতক রয়েছে গৃহবধূর স্বামী অমূল্য মন্ডল।জখম গৃহবধূর নাম পূজা মন্ডল।পরিচারিকার কাজ করেন।পাশাপাশি আয়ার কাজও করেন।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে মোবাইল নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি বাঁধে।অভিযোগ,এরপরই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর ওপরে এলোপাথাড়ি হামলা চালায় স্বামী অমূল্য মন্ডল।স্থানীয়রা তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে ঘটনার পরই এলাকা থেকে চম্পট দেয় অমূল্য মন্ডল।
পরে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। জখম গৃহবধূর সঙ্গে কথা বলার পাশাপাশি সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
