মদ বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত যুবক

মালদা,৬ ফেব্রুয়ারিঃ মালদার ইংরেজবাজারের বাগবাড়ি সুলতানপুর এলাকায় দিনদুপুরে রমরমিয়ে চলছিল চোলাই মদের কারবার।নষ্ট হচ্ছিল এলাকার পরিবেশ।আর এই কারবার বন্ধের উদ্যোগ নেয় এলাকারই এক যুবক।যদিও প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয় ওই যুবককে।অভিযোগ,চাকু দিয়ে এলোপাথাড়ি কোপ মেরে যুবককে খুনের চেষ্টা করে মদ কারবারির সাথে যুক্ত থাকা উত্তম সরকার।গুরুতর আহত অবস্থায় সঞ্জয় ঘোষ(২৯)নামে ওই যুবক মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাগবাড়ি সুলতানপুরে চোলাই মদের ব্যবসা চালাচ্ছিল উত্তম সরকার(৪৫)নামে এক ব্যক্তি।এই নিয়ে এলাকায় ক্ষোভ দানা বাঁধছিল।অভিযোগ, এই চোলাই মদের ব্যবসা ঘিরে এলাকায় অসামাজিক কার্যকলাপ ক্রমশ বাড়তে থাকে।বহিরাগত দুস্কৃতীদের আনাগোনাও বৃদ্ধি পায়।উত্তমকে চোলাই মদের ব্যবসা বন্ধ করতে বললেও সে কোনও পরোয়া করত না, উল্টে হুমকি দিত বলে অভিযোগ।বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবক সঞ্জয় ঘোষ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে বচসা শুরু হয়।অভিযোগ, এরপরেই উত্তম চাকু বের করে হামলা করে সঞ্জয়ের ওপরে।এলোপাথাড়ি কোপ বসাতে থাকে সঞ্জয়ের শরীরে।ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে সঞ্জয়কে উদ্ধার করে।গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইংরেজবাজার থানার পুলিশ।গ্রেফতার করা হয় অভিযুক্ত উত্তম সরকারকে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *