শিলিগুড়ি, ১১জুলাইঃ এলাকা সৌন্দর্যায়ন এবং সবুজায়নের উদ্যোগ গ্রহণ করলেন ডাবগ্রাম-২ অঞ্চলের মধ্য শান্তিনগর এলাকার বাসিন্দা রনি পাল।এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করে গোটা এলাকা জুড়ে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।
এই বিষয়ে রনি পাল বলেন, ‘একটি গাছ একটি প্রাণ’, ‘গাছ লাগাও প্রাণ বাঁচাও’ এগুলি বইয়ের পাতায় আবদ্ধ থাকলেই চলবে না।আমাদের তা বাস্তবায়ন করতে হবে।এদিন যুব সমাজকেও বৃক্ষরোপনে এগিয়ে আসার আহ্বান করেন তিনি।
এদিনের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আশিঘর আউট পোস্ট থানার অফিসার ইনচার্জ পার্থসারথি দাস, সমাজসেবক গৌতম গোস্বামী, ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রীমতী সুধা সিংহ চ্যাটার্জি, বৈকুন্ঠপুর ডিভিশনের বনাধিকারিক, জেভিয়ার্স ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শ্রী পল্লব চক্রবর্তী, এলাকার প্রাক্তন উপ-প্রধান সহ অন্যান্যরা।