বাগডোগরা, ২০ আগস্টঃ স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি ও জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বাগডোগরা চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়ে জেলাস্তরীয় বিজ্ঞান মডেল প্রদর্শনীর আয়োজন করা হল।
এদিন জেলার ২৫টি স্কুল ও তিনটি কলেজের শিক্ষার্থী সহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।মোট ৪৫টি বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শিত হয়।
এই বিষয়ে বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি গোপাল দে জানান, জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এদিন উপস্থিত ছিলেন।মূলত সমাজে কুসংস্কার দূর করে বিজ্ঞানের ভাবনা সমাজে ছড়িয়ে দিতে এই প্রর্দশনীর আয়োজন করা হয়েছে।
