রাজগঞ্জ, ১১ ফেব্রুয়ারিঃ ফের মদের দোকান বন্ধের দাবীতে আমবাড়ির চাকিয়াভিটায় বিক্ষোভ মহিলাদের।গত জানুয়ারি মাসের ২০ তারিখ আন্দোলনের পর প্রশাসনের তরফে সমস্যা সমাধানের আশ্বাসে বন্ধ রাখা হয়েছিল সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানটি। রবিবার ফের দোকানটি খোলা হলে দোকানের সামনে বিক্ষোভে সামিল হন চাকিয়াভিটা মদবিরোধী গ্রাম প্রতিরক্ষা কমিটির মহিলারা।
উল্লেখ্য, প্রায় ৮ মাসে আগে আমবাড়ি চাকিয়াভিটা এলাকায় চালু হয় একটি ডিপার্টমেন্টাল স্টোর। সেই স্টোরে চালু হয় বিলিতি মদ বিক্রি।গত জানুয়ারি মাসের ২০ তারিখ মদের দোকান বন্ধের দাবীতে মহিলারা বিক্ষোভ দেখান।পরবর্তীতে দোকানটি বন্ধ রাখা হয়েছিল।আজ ফের দোকান খোলায় বিক্ষোভে সামিল হলেন মহিলারা।
এই বিষয়ে মহিলারা জানান, এই মদের দোকান বন্ধের দাবিতে আমরা একাধিকবার বিক্ষোভে সামিল হয়েছি।আমাদের দাবী না মেনেই আজ ফের দোকান খোলা হয়েছে।মদের দোকান বন্ধের জন্য বিভিন্ন যায়গায় আবেদন করেছি কিন্তু কোনো সুরাহা হয়নি।আমরা চাই মদের দোকান বন্ধ করা হোক।
এই বিষয়ে দোকানের কর্মচারি রাজু মন্ডল বলেন, সরকারী লাইসেন্স নিয়েই দোকানটি করা হয়েছে।