রাজগঞ্জ, ৯ জানুয়ারিঃ লাইসেন্স প্রাপ্ত বিলিতি মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ ও অভিযান চালালো প্রমীলা বাহিনী।
মঙ্গলবার আমবাড়ির অঞ্চলমোড় সংলগ্ন গোকুলভিটা এলাকায় লাইসেন্স প্রাপ্ত এক মদের দোকানে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা।মদের দোকানে ভাঙচুরও চালানো হয় বলে অভিযোগ, ফেলে দেওয়া হয় মদ। সেই দোকানে তালা ঝুলিয়ে দেন মহিলারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ।
এই বিষয়ে মহিলারা জানান, এলাকায় মদের দোকান থাকলে সন্ধ্যার পর মহিলারা ওই এলাকা দিয়ে যাতায়াত করতে সমস্যায় পড়বেন।মদের দোকান এলাকায় থাকলে পারিবারিক অশান্তি আরও বাড়বে।প্রভাব পড়বে ছোট ছোট শিশুদের মধ্যেও।আমরা চাই এই মদের দোকান বন্ধ করা হোক।
এই বিষয়ে মদের দোকানের ম্যানেজার জয় দুবে জানান, গতকাল এই সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান চালু করা হয়েছে। আজ দোকানের নীচে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। হঠাৎ করে বেশ কয়েকজন মহিলা এসে দোকানে এসে ভাঙচুর চালায়। এতে সামান্য চোট লাগে আমাদের।এই দোকান সরকারি লাইসেন্স দিয়েই খুলেছি।