রাজগঞ্জ, ২১ ফেব্রুয়ারিঃ রাজ্য সরকারের মদের অনলাইন ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে রাজগঞ্জ থানায় স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন।
সোমবার অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে থানার সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজগঞ্জ থানায় স্মারকলিপি দেওয়া হয়।
সংগঠনের জেলা কমিটির সদস্য ঝর্ণা রায় বলেন, বাড়তি রাজস্ব আদায়ের নাম করে রাজ্যের আবগারি দপ্তর বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার জন্য মদের ই-রিটেল চালু করতে চলেছে।এমনিতেই খুন, জখম, রাহাজানি, ধর্ষণ, নারী নির্যাতন, অপরাধমূলক ঘটনা ও দুর্ঘটনা বেড়েই চলেছে।মদের নেশার জন্য প্রতিদিন বহু পরিবার সর্বস্বান্ত হয়ে যাচ্ছে।মদের অনলাইন ব্যবস্থা চালু হলে ছাত্র ও যুব সমাজের মধ্যে নৈতিক অধঃপতন আরও বাড়বে।আগামী প্রজন্মকে সমস্ত দিক থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে।তাই ওই প্রকল্প প্রত্যাহারের দাবিতে রাজগঞ্জ ব্লক কমিটির পক্ষ থেকে রাজগঞ্জ থানার স্মারকলিপি জমা দেওয়া হল।