শিলিগুড়ি, ৩ জুনঃ সন্ধ্যা হলেই নিয়ম করে খোলে ঠেকের তালা।তারপরই শুরু হয় অবৈধ মদের রমরমা কারবার।রবিবার সেই ঠেকে ঘটে অগ্নিকান্ডের ঘটনা।পুড়ে ছাই হয়ে যায় সব।শিলিগুড়ি পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ডের বাগরাকোট এলাকার ঘটনা।বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাসিন্দারা।
জানা গিয়েছে, বাগরাকোট এলাকায় ওই অবৈধ মদের ঠেকে একদিকে যেমন মদের আসর বসতো তেমনই চলতো জুয়ার আসর।যেকারনে বহিরাগতদের দাপট ক্রমশ বাড়ছিল এলাকায়।গতকাল সন্ধ্যায় সেই মদের ঠেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
যদিও আগুন লাগার কারণ জানা যায়নি।ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।তাদের কথায়, অবৈধ মদের ঠেককে ঘিরে বিপদ ক্রমশ বাড়ছে।অবিলম্বে সেই ঠেক বন্ধের দাবি জানান তারা।
স্থানীয়দের দাবিকে সমর্থন জানিয়ে স্থানীয় কাউন্সিলর সঞ্জয় শর্মা জানান, কোনওপ্রকার অবৈধ কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। আইনত ব্যবস্থা নেওয়া হবে।