জলপাইগুড়ি, ১২ মেঃ মদের দোকান বন্ধের দাবীতে মঙ্গলবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঘ।
মহিলাদের দাবি, মদের দোকান দ্রুত বন্ধ করতে হবে। মদ খেয়ে সাধারণ মানুষ আরও অসুস্থ হয়ে পড়ছেন। অন্যদিকে, মদ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। এর ফলে সমস্যা আরও বাড়বে এই পরিস্থিতিতে মদের দোকান বন্ধ করে সরকারের পক্ষ থেকে বাড়ি বাড়ি ওষুধ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করার দাবি তোলেন মহিলারা। অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর দাবিও করেন তারা।
এদিন জলপাইগুড়ি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংঘের সম্পাদিকা শিলা বোস বলেন, মদের দোকান বন্ধ সহ বিভিন্ন দাবীতে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে একটি স্মারকলিপি প্রদান করা হল।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন শেফালি সর্দার, বনানী মিত্র সহ অন্যান্যরা।