শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ মোটরবাইকে মডিফাইড সাইলেন্সারের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ডের পুলিশ।
জানা গিয়েছে, আজ সকাল থেকে ট্রাফিক গার্ডের আইসি সুবীর দত্তের নেতৃত্বে দাগাপুরের জ্ঞানজ্যোতি মোড়ে অভিযান চালানো হয়।অভিযানে বেশ কয়েকটি বাইক আটক করে চালান কাটা হয়।
বর্তমানে বেশিরভাগ বাইকে মডিফাইড সাইলেন্সার দেখা যায়।যার জেরে জোরে শব্দ ও শব্দদূষণ হয়।ফলে পথ চলতি বয়স্ক মানুষদের সমস্যার মধ্যে পড়তে হয়।এই কারণে মডিফাইড সাইলেন্সারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।এই সমস্ত মোটরবাইকের বাড়বাড়ন্ত কমাতে আজ শিলিগুড়ি জংশন ট্রাফিক গার্ড অভিযানে নামে।
