‘একুশের নির্বাচনে রাজ্যে মোদীজির নেতৃত্বে সরকার গঠন হবে’- রাজু বিস্ত

শিলিগুড়ি, ২৭ ডিসেম্বরঃ ‘২০২১ শে পশ্চিমবঙ্গে সূর্য উদয় হবে।২১শে নির্বাচনে বিজেপি ২০০টি আসনে বিজয়ী হবে এবং মোদীজির নেতৃত্বে সরকার গঠন হবে’- শিলিগুড়িতে গৃহ সম্পর্ক অভিযানে এসে এমনটাই বললেন বিজেপি সাংসদ রাজু বিস্ত।


জানা গিয়েছে, সোমবার সাংসদ রাজু বিস্ত শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক অভিযান করেন।মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, শিলিগুড়িতে শুধুমাত্র রাজনীতি চলছে।মানুষের সমস্যার সমাধান এবং শহরের উন্নয়নের জন্য কোনো কাজ করা হচ্ছে না।এই কারণেই শিলিগুড়ির এই অবস্থা।পশ্চিমবঙ্গের মানুষও পরিবর্তন চান।


অন্যদিকে, বিনয় তামাং এর বিজেপিতে যোগদানের জল্পনার বিষয়ে তিনি বলেন, এই ধরণের গুজব ছড়াচ্ছে।কখনও বলা হচ্ছে যে বিনয় তামাং ও সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করবেন।নির্বাচনের আগে এই ধরণের গুজব ছড়ায়।তবে বিজেপিতে গুনবান, দেশভক্ত ভালো মানুষ বিজেপিতে যোগ দেবেন।

এদিকে ২ নম্বর ওয়ার্ডের ১ নম্বর মন্ডলে রিভিউ মিটিং করেন রাজু বিস্ত।বিভিন্ন সমস্যার সমাধানে এই মিটিং এর আয়োজন করা হয় বলে জানা গিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişcasibomholiganbetbets10onwin girişcasibomJOJO BET