শিলিগুড়ি,৩ মার্চঃ রাজ্যে ভোটের ঘণ্টা বেজে গিয়েছে ইতিমধ্যেই।কে আসবে ক্ষমতায়? তা নিয়ে বিস্তর সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি।কিন্তু সেসবের মাঝেই জমে উঠেছে নির্বাচনী প্রচারের বাজার। আর তাতেই চমক দিচ্ছেন ব্যবসায়ীরা। কোথাও গুজরাট থেকে আসছে মোদি-মমতা টি শার্ট। আবার কোথাও আসছে মোদি চশমা, তৃণমূলের টুপি।
নির্বাচনের আগে শিলিগুড়ির বহু দোকানে সব দলের পতাকা, প্রতীক, টি শার্ট বিক্রি শুরু হয়ে গিয়েছে। এমনকি গুজরাট থেকে আসছে তৃণমূলের পতাকাও। পাশাপাশি বিজেপি, বামফ্রন্ট, কংগ্রেসেরও পতাকা আসছে।এবার মোদি-মমতার টি শার্টও নিয়ে আসা হয়েছে। শিলিগুড়ির মহাবীরস্থানে ইতিমধ্যেই বেশকিছু দোকানে বিভিন্ন দলের দলীয় পতাকা, প্রতীক সহ নানা আকর্ষণীয় জিনিস নিয়ে আসা হয়েছে। দলীয় প্রচারগুলিকে আকর্ষণীয় করতে চায় সব দল। সেকারণে এবার এসবের বিক্রি বাড়বে বলেও আশায় ব্যবসায়ীরা।
মহাবীরস্থানে দীর্ঘদিন ধরে দোকান রয়েছে নলীন কুমার আগরওয়ালের।লোকসভা হোক কিংবা বিধানসভা নির্বাচন,পুরসভা নির্বাচন যেকোনও নির্বাচনের আগে দলীয় পতাকা, টি শার্ট, প্রতীক নিয়ে আসেন বিক্রির জন্য। তিনি জানান, গুজরাট থেকে অধিকাংশ জিনিস নিয়ে আসা হয়েছে। তৃণমূলের পতাকাও সেখান থেকে এসেছে। বিধানসভা নির্বাচনে এবার আমাদের ব্যবসা ভালো হবে বলে আশাবাদী।