প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিলিগুড়িতে প্রদর্শনীর আয়োজন  

শিলিগুড়ি, ১৮ সেপ্টেম্বরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার তরফে মোদির জীবনী নিয়ে একটি প্রদর্শনী মেলার আয়োজন করা হল।


শনিবার শিলিগুড়ি পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের মহানন্দা পাড়ায় একটি ক্লাবের হলঘরে এই মেলার আয়োজন করা হয়।এদিন প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়।

জানা গিয়েছে, এই প্রদর্শনীর মেলার মধ্য দিয়ে নরেন্দ্র মোদির জীবনী তুলে ধরা হয়।দুদিন ধরে চলবে এই প্রদর্শনী।


এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ দলের অন্যান্য কর্মীরা।

এদিন সাংসদ জয়ন্ত রায় বলেন, সেবা ও সমর্পণ অভিযান এর একটি অংশ হিসাবে এই প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে।প্রধানমন্ত্রী আমাদের জন্য কি করেছেন তার সমস্তটাই তুলে ধরা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *