শিলিগুড়ি,১৩ জুলাইঃ বৃষ্টিতে মদ তৈরির কারখানার দেওয়াল ভেঙে কারখানার ভেতরের নোংরা জল এলাকার বাড়িগুলিতে প্রবেশ করছে।বৃহস্পতিবার ঘটনার জেরে কারখানার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
বুধবার রাতে ভারী বৃষ্টিপাতের জেরে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত ঠাকুরনগর এলাকায় থাকা একটি মদ তৈরির কারখানার দেওয়ালের একাংশ ভেঙে যায়।যে কারণে কারখানার ভেতরের নোংরা জল এলাকায় থাকা বাড়িগুলিতে প্রবেশ করতে শুরু করে।এরপর থেকেই দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়ে এলাকাবাসীদের।পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, বাড়িগুলিতে থাকা কুয়োতেও প্রবেশ করছে এই বিষাক্ত নোংরা জল।এছাড়াও নোংরা জল হাতে-পায়ে লেগে চর্মরোগেরও আশঙ্কা রয়েছে।
স্থানীয়রা আরও জানান, এর আগেও বিষয়টি এই কারখানার মালিক কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।তবে তারা কোনোরকম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার দীর্ঘক্ষণ মদ তৈরির কারখানার সামনে গেটে তালা ঝুলিয়ে দেয় বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এনজেপি থানার পুলিশ।পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই বিষয়ে কারখানার মালিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনোরকম মন্তব্য করতে চাননি।