শিলিগুড়ি,১২ এপ্রিলঃ আগামী ১৪ এপ্রিল ভগবান মহাবীর জন্ম কল্যাণক মহোৎসব সমিতি শিলিগুড়ির তরফে মহা সারম্বরে পালিত হবে মহাবীর জয়ন্তী।
মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে সমিতির সভাপতি ডক্টর পংকজ জৈন জানান, করোনার জেরে গত দুবছর মহাবীর জন্মজয়ন্তী ধুমধামের সঙ্গে পালন করা সম্ভব হয়নি।তাই এবার নানান কর্মসুচি গ্রহন করা হয়েছে।প্রভাত ফেরির মধ্য দিয়ে তাদের অনুষ্ঠানের সুচনা হবে।পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে।
