শিলিগুড়ি, ৪ সেপ্টেম্বরঃ মাটিগাড়ার নাবালিকা ছাত্রী ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে দোষী সাব্যস্ত করলো শিলিগুড়ি আদালত।আগামী শুক্রবার মহম্মদ আব্বাসের সাজা ঘোষণা করা হবে।
গত ১ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে ন্যায়বিচার পেল নির্যাতিতা।নাবালিকাকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুনের অভিযোগে এদিন সমস্ত তথ্যপ্রমাণ এবং সাক্ষীর ভিত্তিতে অভিযুক্তকে সোষী সাব্যস্ত করেন বিচারক।
প্রসঙ্গত, গতবছর ২১ আগস্ট মাটিগাড়া থানা অন্তর্গত একটি ফাঁকা জায়গায় স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং নৃশংসভাবে খুন করা হয়।ঘটনার ৬ ঘণ্টার মধ্যেই পুলিশ মহম্মদ আব্বাসকে গ্রেফতার করে।এরপর থেকে আদালতে মামলা চলছিল।
এর আগেও মামলার রায়দানের জন্য দুটি তারিখ নির্ধারণ করা হয়েছিল।তবে বেশকিছু কারণে পিছিয়ে যায় রায়দান।এরপর আজ মামলার রায় ঘোষণার দিন ঠিক করা হয়।এদিন সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করা হয় অভিযুক্ত মহম্মদ আব্বাসকে।বর্তমানে আগামী শুক্রবার দোষীর সাজা ঘোষণার দিকেই নজর থাকছে সকলের।