শিলিগুড়ি, ১৩ নভেম্বরঃ শুক্রবার মহানন্দা নদী ঘাট পরিদর্শন করল এনডিআরএফ টিম।এদিন নদীতে জলের গভীরতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন প্রতিনিধিরা।এনডিআরএফ দলের পরিদর্শনের পরই ছট পুজোর ছাড়পত্র মিলবে বলে এমনটাই আশাবাদী প্রশাসনিক মহল।
প্রসঙ্গত, পুরনিগমের উদ্যোগে শুরু হয়েছিল মহানন্দা নদীর পাড় সৌন্দর্যায়নের কাজ।ইতিমধ্যে কাজ প্রায় শেষের পথে।আর তা নিয়েই তৈরি হয়েছে সমস্যা।মহানন্দার সৌন্দর্যায়নের কাজের জন্য কিছুটা হলেও ছট পুজোর উদ্যোক্তাদের সমস্যায় পড়তে হবে।যেহেতু নদীর পাড় ঘেঁষে তৈরি করা হয়েছে রেলিং।এরফলে নদীতে নামা নিয়ে বাধার সম্মুখীন হবেন ছট ব্রতীরা।এই নিয়েই শুরু হয় জোর জল্পনা।দ্রুত সমস্যার সমাধান হবে বলে এসজেডি এর তরফে জানা গিয়েছে।