শিলিগুড়ি,১৯ এপ্রিলঃ মহানন্দা নদীকে দূষণ মুক্ত করতে এবং নদীর ধারে মেলা বসতে না দেওয়ার দাবিতে বিভিন্ন প্রশাসনিক মহলে স্মারকলিপি দিয়ে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করলেন ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সদস্যরা।
বুধবার সাংবাদিক বৈঠকে ডুয়ার্স হিউম্যান কেয়ার সোসাইটির সম্পাদক বাবলু তালুকদার বলেন, মহানন্দা নদীর ধারে দেড়মাস ব্যাপী একটি মেলা হওয়ার কথা রয়েছে।কিন্তু সামনেই রয়েছে বর্ষার মরশুম।এই মরশুমে নদীর ধারে মেলা হলে মাল নদীর মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে।তাই আমাদের দাবি মেলাটিকে অন্যত্র করা হোক।মহানন্দা নদীর চরে এই মেলা বন্ধ করা হোক।