শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ চাকরির প্রলোভন দেখিয়ে মহিলাকে কুরুচিকর ম্যাসেজ।গণপিটুনি খেয়ে বাগডোগরা পুলিশের হাতে আটক হলেন এক তৃণমূল নেতা।সোমবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বাগডোগরা এলাকায়।
জানা গিয়েছে, আটক তৃণমূল নেতার নাম তনয় তালুকদার।দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।অভিযোগ, চাকরির দেওয়ার প্রলোভন দেখিয়ে এক মহিলাকে কুরুচিকর ম্যাসেজ করত অভিযুক্ত তৃণমূল নেতা।মহিলার স্বামী বিষয়টি জানতে পারেন।এই নিয়ে গতকাল রাতে একটি বৈঠকও হয়।সেখানে তনয় তালুকদারের হয়ে কথা বলেন এবং চড়াও হন কয়েকজন।স্থানীয়রা এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তকে মারধর করে।
পরে বাগডোগরা থানার পুলিশ পৌঁছে অভিযুক্তকে আটক করে।ঘটনার পর রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা।
স্থানীয় যুবক বিরু ঘোষ জানান, রাজনৈতিক প্রভাব দেখিয়ে তনয় তালুকদার এর আগেও অনেক মহিলাকে এই ধরনের কুপ্রস্তাব দিয়েছেন।তার কঠোর শাস্তির দাবী জানিয়েছেন তিনি।