স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে মহিলা টোটো চালকদের সংবর্ধনা ও শীতবস্ত্র প্রদান  

শিলিগুড়ি, ১২ জানুয়ারিঃ স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মজয়ন্তী উপলক্ষে শিলিগুড়ির ২০ জন মহিলা টোটো চালককে শীতবস্ত্র ও মোমেন্টো তুলে দিল শিলিগুড়ি যুব তৃণমূল কংগ্রেস।মহিলারা যাতে আত্মনির্ভর হতে পারনে সেকারণে তাঁদের মোমেন্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।


রবিবার ফুলেশ্বরী এলাকায় একটি কর্মসূচির মধ্য দিয়ে মহিলা টোটো চালকদের শীতবস্ত্র ও সংবর্ধনা প্রদান করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ,  দার্জিলিং জেলা(সমতলের) মুখপাত্র বেদব্রত দত্ত, যুব কংগ্রেসের সদস্য রাজু সাহা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য সদস্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibom 726Onwincasibom girişholiganbetJOJO BETgrandpashabetbahsegel girişcasino siteleribets10casibomcasibom girişcasibom giriscasibomonwin