শিলিগুড়ি, ২৩ অক্টোবরঃ দূর্গা পুজোর দিনগুলিতে মহিলাদের সুরক্ষার স্বার্থে দুটি ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ গঠন করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।উল্লেখ্য, পুজোর সময় মহিলা ও যুবতীদের ইভটিজিং এর শিকার হতে হয়।তাদের সুরক্ষার স্বার্থেই এই টিমের গঠন করা হয়েছে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ওয়েস্ট জোন ডিসিপি কুনুয়ার ভূষণ সিং বলেন, পুজোর দিনগুলিতে মহিলাদের সুরক্ষার স্বার্থে মহিলা থানার বেশকয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে দুটি ‘অ্যান্টি রোমিও স্কোয়াড’ গঠন করা হল।এই দুটি টিম পুজো মন্ডপ এবং ভিড় স্থানগুলিতে বিশেষ নজরদারি চালাবে।ইতিমধ্যেই পুলিশের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে হেল্পলাইন নম্বরে ফোন করে সহায়তা চাওয়া যাবে।
অন্যদিকে, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে শহরকে কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে।স্নিফার ডগের সাহায্যেও বিভিন্ন গতিবিধির ওপর নজর দেওয়া হচ্ছে।