জলপাইগুড়ি, ১৫ মেঃ মহিলা ও ছোট-ছোট মেয়েদের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিভিন্ন ধরনের কুমন্তব্য করা হচ্ছে।এর ফলে অতিষ্ঠ জলপাইগুড়ি পুলিশলাইন এলাকার মহিলারা।
মহিলাদের অভিযোগ, ফেক আইডি বানিয়ে দীর্ঘ ১ মাস ধরে এলাকার মহিলাদের সম্পর্কে কুৎসা ছড়ানো হচ্ছে।মহিলারা কোথায় যাচ্ছে, কি করছে সাথে সাথেই তার আপডেট দেওয়া হচ্ছে।এলাকার মহিলাদের পাশাপাশি ছোট-ছোট মেয়েদের নিয়েও নোংরা পোস্ট করা হচ্ছে সোস্যাল মিডিয়ায়।
এরপরই বিষয়টি নিয়ে জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানা ও জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলারা।দুবার লিখিত অভিযোগ করা হলেও পুলিশের পক্ষ থেকে এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ মহিলাদের।
মহিলারা বলেন, আমাদের বিরুদ্ধে যা পোস্ট করা হচ্ছে তাতে সামাজিক সম্মানহানি যেমন হচ্ছে তেমনি মানসিকভাবেও আমরা ভেঙে পড়ছি।তারা আরও বলেন, যে এই কাজ করছে সে আমাদের আশেপাশেই থাকে।আমরা চাই দোষীকে চিহ্নিতকরণ করে শাস্তি দেওয়া হোক।
এদিকে সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে।