শিলিগুড়ি, ১০ ডিসেম্বরঃ বাড়িতে বসে কাজের কথা বলে লক্ষাধিক টাকার প্রতারণার শিকার হলেন এক মহিলা।শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন প্রতারিত মহিলা।
মহিলার অভিযোগ, একটি অজ্ঞাত নম্বরে ম্যাসেজ এসেছিল তার কাছে।যেখানে বাড়িতে বসেই কাজের সুযোগ রয়েছে বলে বলা হয়েছিল।এরপর তাকে একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়।সেখানে মহিলাকে সাত হাজার টাকা জমা করলে চোদ্দ হাজার টাকা পাবেন বলে জানায় প্রতারকেরা।মহিলা এই কথা মেনে নিয়ে টাকা দিয়েও দেয়।এরপরই শুরু হয় প্রতারণা।
জমা দেওয়া টাকা বের করতে বিভিন্ন সময়ে টাকা দেওয়ার কথা বলা হত মহিলাকে।এভাবে প্রায় ২ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা প্রতারণা করা হয়।সমস্ত টাকা ফিরিয়ে দেওয়ার কথা বললে মহিলাকে ফের টাকা জমা করতে বলা হয়।পরবর্তীতে তিনি বুঝতে পারেন প্রতারণার শিকার হয়েছেন।
এরপরই শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন মহিলা।গোটা ঘটনার তদন্তে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানা।