ফুলবাড়ি, ৪ জুন: টোটোতে করে বাড়ি ফেরার পথে মহিলার ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতি।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন উত্তরকন্যা মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ৯টা নাগাদ শিলিগুড়ি থেকে টোটোতে করে দুই মহিলা ফুলবাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন।সেই সময় উত্তরকন্যা মোড় এলাকায় একটি বাইকে করে দুই দুষ্কৃতি এসে মহিলার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়।সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন মহিলা। তার চিৎকারে স্থানীয় কয়েকজন বাসিন্দা ছুটে আসেন। তবে ছিনতাইকারীরা ততক্ষণে পালিয়ে যায়।
এই বিষয়ে বাসন্তী মন্ডল জানান, আমি শিলিগুড়িতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে করে দুজন এসে আমার ব্যাগ ছিনতাই করে।ব্যাগে নগদ কয়েক হাজার টাকা, একটি মোবাইল ফোন ও কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।বিষয়টি নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে জানানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
