শিলিগুড়ি, ৩১ ডিসেম্বরঃ বাড়িতে ঢুকে বয়স্ক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালালো এক ছিনতাইকারী।ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির লেকটাউন এলাকায়।
জানা গিয়েছে, লেকটাউনের মহাশক্তিকালী বাড়ি এলাকার বাসিন্দা বেলারানী দে সকালে স্নানের জন্য বাথরুমে ঢোকেন।দরজা সামান্য খোলা রেখেই স্নানের জন্য জল ভরছিলেন মহিলা।সেইসময় এক দুষ্কৃতি বাড়িতে ঢুকে তার গলা থেকে সোনার চেন ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।ঘটনার পরই এনজেপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
এদিন মহিলা জানান, গলা থেকে সোনার চেন ছিনতাই করে দেওয়াল টপকে পালিয়ে যায় দুষ্কৃতি।পেছনে তাড়া করেও লাভ হয়নি।মাথায় টুপি ও মুখে মাস্ক ছিল ওই ছিনতাইকারীর।ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন তিনি।