রাজগঞ্জ, ৬ জানুয়ারিঃ সাতসকালে ঘর থেকে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার।সোমবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের কোয়ালিগছে।মৃত মহিলার নাম মামুনি দাস(৪০)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগে শিলিগুড়িতে মহিলার বিয়ে হয়েছিল।বছর দুয়েক পর তার স্বামী তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে ওই মহিলা বাবার বাড়িতেই থাকতেন।বর্তমানে তার ১৮ বছরের একটি ছেলে রয়েছে।
আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করছিলেন।কিন্তু সকাল দশটা নাগাদ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।কি কারনে এমন ঘটনা ঘটলো তা বলতে পারছেন না কেউ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জ থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।