নকশালবাড়ি, ২৫ নভেম্বরঃ ভিন রাজ্যে মহিষ পাচারের ছক বানচাল। এসএসবির অভিযানে ২৫ টি মহিষ সহ গ্ৰেফতার ৪ পাচারকারী।
মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ির বেঙ্গাইজোতে এশিয়ান হাইওয়েতে নাকা চেকিং করে এসএসবি’র ৪১ নং ব্যাটেলিয়ন। সেইসময় বিহারের দিক থেকে আসা একটি ট্রাককে আটক করে তল্লাশি চালানো হয়।সেই ট্রাক থেকে উদ্ধার হয় মহিষ।উদ্ধার হওয়া মহিষগুলির বৈধ নথি দেখাতে না পারায় ট্রাকের চালক, সহ চালক সহ ৪ জনকে আটক করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
এসএসবি’র অভিযোগে ভিত্তিতে ৪ জনকে গ্ৰেফতার করে পুলিশ। ধৃতরা হল মহম্মদ আতিক ও মহম্মদ গুডু বিহারের বাসিন্দা এবং মহম্মদ ইয়াকুব ও মহম্মদ সুবান খড়িবাড়ির প্রেতা জোতের বাসিন্দা।ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। মহিষ পাচারে আরও কারা জড়িত তার তদন্ত শুরু করেছে পুলিশ ।
