রাজগঞ্জ, ২৮ মেঃ পাচারের আগে ৮টি মহিষ উদ্ধার করলো বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
মঙ্গলবার রাতে সর্দার পাড়া থেকে মন্থনী যাওয়ার রাস্তার মাঝে একটি মালবাহী গাড়ি থেকে ৮টি মহিষ উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ি চালককে গ্রেফতার করেছে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম সন্দীপ সরকার।জলপাইগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ছোট মালবাহী গাড়িকে দাঁড় করানো হয়। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি মহিষ উদ্ধার করা হয়। ধৃত চালককে আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।