নকশালবাড়ি,১৯ জানুয়ারিঃ স্বচ্ছ মহকুমা পরিষদ গঠন করতে বৃহস্পতিবার নকশালবাড়ি বিডিও অফিসে নকশালবাড়ি ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং ব্লক প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন সভাধিপতি অরুণ ঘোষ।
এদিন নকশালবাড়ি বিডিও অফিসের হলঘরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাধিপতি ছাড়াও নকশালবাড়ি বিডিও অরিন্দম মন্ডল,সভাপতি আনন্দ ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এদিনের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক শেষে সভাধিপতি অরুণ ঘোষ জানান, গোটা মহকুমা জুড়ে হাতিঘিসায় একটি কেন্দ্রীয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য সরকারের কাছ থেকে অনুমোদন চাওয়া হয়েছে।