নকশালবাড়ি,২৭ জুলাইঃ মজুত বালি পাথর তোলার নির্দেশ থাকার পরেও বাধা দিচ্ছে প্রশাসন। মজুত বালি পাথর তোলা ও নিয়ে যাওয়া নিয়ে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক এই দাবিতে বৃহস্পতিবার নকশালবাড়িতে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করল নকশালবাড়ি ট্রাক্টর অ্যাসোসিয়েশন। এদিন সভাধিপতির বাড়ির সামনে ট্রাক্টর রেখে বিক্ষোভ দেখান অ্যাসোসিয়েশনের সদস্যরা।
অ্যাসোসিয়েশনের সদস্য পিযুষ চক্রবর্তী জানান, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মজুত বালি পাথর তোলার নির্দেশ থাকার পরেও পুলিশ বাধা দিচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করুক সভাধিপতি।এই দাবিতেই আমাদের বিক্ষোভ।
এছাড়াও এদিন সভাধিপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।এই বিষয়ে সভাধিপতি জানান, এই সমস্যা নিয়ে প্রশাসনের সঙ্গে কথা বলব।