ইসলামপুর ২২ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার অন্তর্গত চাকুলিয়া থানার মনোরা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে আবু কালাম নামে এক ব্যক্তির বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।ওই রাতে আবু কালাম নিজের পরিবারকে নিয়ে বিহারের কিষানগঞ্জের বাড়িতে ছিলেন।বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা বাড়ির ছাদের সিড়ি দিয়ে ভেতরে ঢোকে।এরপর আজ সকালে বাড়িতে এসে বিষয়টি দেখতে পান আবু কালাম।এরপরই ঘটনার খবর দেওয়া পুলিশে।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।