খড়িবাড়ি, ৭ মেঃ খড়িবাড়ির ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ৩৯ গ্রাম মরফিন সহ গ্রেফতার হল এক ব্যক্তি।ধৃত ব্যক্তির নাম মাধবচন্দ্র মন্ডল (৫০)।ধৃত খড়িবাড়ির শ্যামধন জোতের বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবি জওয়ানরা ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে এক ব্যক্তিকে ধরে।তার কাছ থেকে উদ্ধার হয় ৩৯ গ্রাম মরফিন।এরপরই ব্যক্তিকে গ্রেফতার করে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
রবিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।উদ্ধার হওয়া মরফিন কোথা থেকে এল তার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ।
