খড়িবাড়ি, ২৭ নভেম্বরঃ মরফিন সহ গ্ৰেফতার সিকিমের এক যুবক।ধৃতের নাম শামিম আলম।গ্যাংটকের বাসিন্দা।
জানা গিয়েছে, বুধবার খড়িবাড়ির পানিট্যাঙ্কিতে মাদক কিনতে আসে সিকিমের যুবক।গোপন সূত্রে খবর পেয়ে এসএসবি’র ৪১ নং ব্যাটেলিয়নের জওয়ানরা নকশালবাড়ি বাসস্ট্যান্ডে ওই যুবককে আটক করে তল্লাশি চালায়।যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় ২৩ গ্ৰাম মরফিন। পরে ওই যুবককে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।
এসএসবির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্ৰেফতার করে পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদলতে তোলা হয়েছে।এই ঘটনায় আরও কারা জড়িত তার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।
