শিলিগুড়ি, ২৬ এপ্রিলঃ শিলিগুড়ির পঞ্চনই নদী থেকে উদ্ধার হওয়া মর্টার শেল নিষ্ক্রিয় করলো ভারতীয় সেনাবাহিনী।স্বস্তিতে এলাকার মানুষ।
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ক্ষুদিরাম কলোনিতে পঞ্চনই নদী থেকে একটি পুরোনো মর্টার শেল উদ্ধার হয়।খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ ও বোম্ব স্কোয়াড টিম ঘটনাস্থলে পৌঁছায়।তদন্তে জানা যায় মর্টার শেলটি সেনাবাহিনীর।এরপরই খবর দেওয়া হয় সেনাবাহিনীর আধিকারিকদের।আজ ব্যাংডুবি আর্মি ক্যাম্পের টিম ঘটনাস্থলে পৌঁছায়।
এদিন গুলমায় নিয়ে গিয়ে মর্টার শেলটিকে নিষ্ক্রিয় করে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা।
